খাগড়াছড়ি: ধর্মীয় ভাব গাম্ভীর্য্য ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হচ্ছে।
বুধবার (২০ অক্টোবর) ভোরে মঙ্গলসূত্র পাঠের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
বুধবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের সবচেয়ে পুরাতন বৌদ্ধ মন্দির ‘য়ংড বৌদ্ধ বিহারে’ পূর্ণ্যার্থীরা ভিড় করে। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, হাজার বাতি দান, পিণ্ডদানসহ নানাবিধ দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিশেষ ধর্মীয় আলোচনা সভা ও সন্ধ্যায় রিছিমি অর্থাৎ নদীতে প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দেওয়ার কর্মসূচি রয়েছে।
প্রবারণা পূর্ণিমা উদযাপনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষুরা তাদের তিন মাসব্যাপী বর্ষাবাস উদযাপন শেষ করে এবং আগামী এক মাসব্যাপী বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
খাগড়াছড়ি জেলা সদরে অন্যান্য বৌদ্ধ বিহারের মধ্যে ধর্মপুর আর্য বনবিহার, সিবলী বৌদ্ধ বিহার, মিলনপুর বৌদ্ধ বিহার, বৈ-জয়ন্তী বৌদ্ধ বিহার, পানখাইয়া পাড়া ধর্মরাজি বৌদ্ধ বিহারে যথাযথ গুরুত্ব সহকারে শুভ প্রবারণা পূর্ণিমা পালিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এডি/এএটি