ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় ট্রলির নিচে চাপা পড়ে রিমন শেখ ওরফে ফুরকান (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক আবু শহিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চর কাতলাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিমন উপজেলার পানাইল মধ্যপাড়া এলাকার রুকু শেখের ছেলে। সে পানাইল ইউনাইটেড একাডেমির দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
এলাকাবাসী জানায়, রিমন পড়ালেখার পাশাপাশি ভাড়াকৃত ট্রলি চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সকালে বকজুড়ি ঘাট থেকে ট্রলিতে বালু নিয়ে কাতলাসুর গ্রামে যায়। পরে সেখানে বালু নামানোর সময় ট্রলিটির যান্ত্রিক ত্রুটি মেরামত করতে গেলে বগির নিচে চাপা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ট্রলি গাড়ির যান্ত্রিক ত্রুটি মেরামত করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহটি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এনটি