ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা সেবনের অপবাদ দেওয়ায় ক্ষুব্ধ যুবকের ছুরিকাঘাতে আকাশ (১৮) নামে এক কলেজছাত্র খুন হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) দিনগত রাতে সদর উপজেলার সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ খুনের ঘটনা ঘটে।
মৃত আকাশ ওই গ্রামের উত্তরপাড়ার শেখ হুমায়ুনের ছেলে এবং তিনি চিনাইর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, বুধবার দুুপুরে আকাশ ওই গ্রামের শেখ কামরুলের ছেলে রিফাতের নামে বেসরকারি একটি স্কুলের সামনে বসে গাঁজা খাওয়ার অভিযোগ আনে। এ নিয়ে আকাশ ও রিফাত বিতর্কে জড়ালে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করার কথা জানিয়ে তাদেরকে বাড়ি ফিরে যেতে বলেন। পরে বিকেলে আকাশসহ তার বন্ধুরা সুলতানপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা দেখতে যায়। খেলা শেষ হওয়ার পর সন্ধ্যায় আকাশদের ওপর রিফাত, মোজাম্মেলসহ তার সহযোগীরা হামলা করেন। এ সময় আকাশকে ছুরিকাঘাত করা হয় এবং অন্যান্যদের মারধর করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় আকাশসহ অন্যদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ফায়েজ (১৬), আরমান (২০), রাকিব (১৪) ও মাসুমকে (১৭) চিকিৎসা দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বাংলানিউজকে বলেন, ছুরিকাঘাতের কারণে আকাশের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এএটি