ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মেট্রোরেল কর্মীদের প্রশিক্ষণ চলছে দিল্লিতে

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
মেট্রোরেল কর্মীদের প্রশিক্ষণ চলছে দিল্লিতে

ঢাকা: ঢাকা মেট্রোরেলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।  

পূর্ব দিল্লিতে দিল্লি মেট্রোরেল একাডেমির শাস্ত্রী পার্ক ডিপোতে গত ১৪ অক্টোবর থেকে এই প্রশিক্ষণ শুরু হয়।

ঢাকা মেট্রোরেল এবং দিল্লি মেট্রোরেলের মধ্যে একটি সমঝোতা চুক্তির আওতায় পরিচালনা বিভাগের ১৯ জন এবং রোলিং স্টক বিভাগের ১৭ জন এতে অংশ নিচ্ছেন।

১৬৩ জন কর্মকর্তা-কর্মচারী এতে প্রশিক্ষণ নেবেন বলে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়। ২৪ দিন থেকে ১৫৬ দিন পর্যন্ত প্রশিক্ষণের মেয়াদকালীন প্রশিক্ষণার্থীরা ক্লাসরুমে ব্যবহারিক নানা দিক প্রশিক্ষণ নেবেন।  

ঢাকার যানজট কমাতে ২০২২ সালে মেট্রোরেলের প্রথম রুটে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। এমআরটি-৬ নামে এই প্রকল্পটি মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ হবে। যার পুরো অংশের কাজ চলমান রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এমআইএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।