ঢাকা: রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে ডেপুটি অ্যাসিসটেন্ট ডিরেক্টর এনায়েত হোসেন জানান, দুপুর সাড়ে ১২টায় আমরা খবর পাই। আগুন নেভানোর জন্য প্রথমে ৩টি পরে আরও ৪টি ইউনিট পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আইসিইউতে কোনো রোগী ছিল কি না আমরা এখনও জানি না।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বাংলানিউজকে জানান, মুগদা জেনারেল হাসপাতালে আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে একটি ছোট বিস্ফোরণের পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে কাজ করছেন।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এজেডএস/এজে/আরআইএস