ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে রেস্টুরেন্ট কর্মচারীর ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
সিলেটে রেস্টুরেন্ট কর্মচারীর ঝুলন্ত মরদেহ

সিলেট: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে আবাসিক ভবন থেকে রবিউল হক রবি (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

রবিউল কুমিল্লা জেলার লাঙ্গলকোট গ্রামের আলী আহমদের ছেলে। তিনি জৈন্তাপুর পলাসী হোটেল এন্ড রেস্টেুরেন্টের কর্মচারী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় পলাসী হোটেল এন্ড রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন রবি। বুধবার কাজ শেষে হোটেল ভবনের তৃতীয় তলায় রেস্ট রুমে যান। সন্ধ্যায় যথাসময়ে কাজে যোগ না দেওয়ায় অন্য কর্মচারী তাকে ডাকতে গেলে কোন সাড়া পাননি। একপর্যায় উপর তলার টিনের অংশ দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে রেস্টুরেন্ট মালিককে খবর দেন। ঘটনাটি জৈন্তাপুর মডেল থানায় জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগির আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের সুরতহাল করার পর ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।