সাতক্ষীরা: সাতক্ষীরায় ইজিবাইককে সাইড দিয়ে গিয়ে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যাওয়ায় বাসটির হেলপার মো. রানা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদরের শাকদহ ব্রিজের কাছে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রানার বাড়ি পুরাতন সাতক্ষীরা এলাকায়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান জানান, বাসটি সাতক্ষীরা থেকে খুলনা যাচ্ছিল। পথে শাকদহ ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার রানা নিহত হন। এসময় আহত হন বাসের অন্তত ১০ যাত্রী।
তিনি আরো জানান, খবর পেয়ে সদর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথভাবে বাসটি খাদ থেকে তোলার চেষ্টা করছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এসআই