ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দু’দিনের সফরে সিলেট যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
দু’দিনের সফরে সিলেট যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট: আবারও নিজ নির্বাচনী এলাকা সিলেটে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। সিলেট সফরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে গত ৬ অক্টোবর একদিনের সংক্ষিপ্ত সরকারি সফরে সিলেটে এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (২২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে বিমানযোগে সিলেটে এসে পৌঁছাবেন মন্ত্রী। এরপর সকাল পৌনে ১১টার দিকে নগরের বালুচরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রিজলভ টু সেইভ লাইভ কার্যক্রম বিষয়ক আলোচনা সভায় যোগ দেবেন।

দুপুরে নগরের ধোপাদীঘির পাড় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে যোগ দেবেন ড. মোমেন। পরে বিকেল ৩টা থেকে ৫টায় নিজ বাসভবন হাফিজ কমপ্লেক্সে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা শিশু পার্কের উদ্বোধন করবেন। এরপর রাত ৮টায় সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে  মতবিনিময় সভায় মিলিত হবেন পররাষ্ট্রমন্ত্রী।

পরদিন শনিবার সকাল ১০টায় মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করবেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর সকাল ১১টায় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয় পরিদর্শন এবং সাড়ে ১১টায় ভ্যাকসিন কূটনীতিতে সফলতার জন্য সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ড. মোমেনকে সম্মাননা দেওয়া হবে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বিমানযোগে তিনি ঢাকায় ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।