ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সব মিটারগেজ রেলপথ ব্রডগেজ করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
সব মিটারগেজ রেলপথ ব্রডগেজ করা হবে

ময়মনসিংহ: দেশের সব মিটারগেজ রেলপথ পর্যায়ক্রমে ব্রডগেজ লাইনে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সেই সঙ্গে ময়মনসিংহ রেলস্টেশনকে ভবিষ্যতে একটি আইকনিক স্টেশন হিসেবে পুনঃনির্মাণ করা হবে বলেও জানান তিনি।

 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ রেলস্টেশনে প্ল্যাটফরম উঁচুকরণ, অ্যাকসেস কন্ট্রোল ব্যবস্থা এবং স্টেশন সংস্কার কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি ময়মনসিংহ অঞ্চলের অন্যান্য স্টেশন আধুনিকায়ন, কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশন চালু করাসহ অন্যান্য বন্ধ স্টেশন চালু করা, ময়মনসিংহের সঙ্গে ঢাকা এবং চট্টগ্রামের নতুন ট্রেন চালু করারও প্রতিশ্রুতি দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা প্রশাসক এনামুল হক ও পুলিশ সুপার আহমার উজ্জামান।  

এর আগে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন এবং রেলওয়ে শ্রমিক লীগের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।