ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩৬ লাখ টাকা, শুকনো খাবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩৬ লাখ টাকা, শুকনো খাবার

ঢাকা: সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ৩৬ লাখ নগদ টাকা এবং শুকনো ও অন্যান্য খাবারের চার হাজার প্যাকেট বরাদ্দ দিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) এ বরাদ্দ দেওয়া হয়েছে।

মঞ্জুরিকৃত অর্থ এবং শুকনো ও অন্যান্য খাবার সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট প্রতিটি জেলার জন্য নগদ পাঁচ লাখ করে ২০ লাখ টাকা, গো খাদ্য ক্রয় বাবদ দুই লাখ করে আট লাখ টাকা, শিশু খাদ্য ক্রয় বাবদ দুই লাখ করে আট লাখ টাকাসহ মোট ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া প্রতিটি জেলার জন্য এক হাজার করে মোট চার হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ১০ কেজি মিনিকেট চাল, এক কেজি দেশি মসুরের ডাল, এক কেজি আয়োডিনযুক্ত লবণ, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া ও ১০০ গ্রাম ধনিয়া গুঁড়াসহ মোট আটটি আইটেম রয়েছে। প্রতিটি প্যাকেট খাবারে চার সদস্যের পরিবারের প্রায় এক সপ্তাহ চলে যাবে বলে আশা করছে মন্ত্রণালয়।

এছাড়া গো খাদ্য হিসেবে বিভিন্ন প্রকার ভুষি, খৈল, চালের কুড়া, চিটাগুড়, খড়, মানসম্মত রেডিমেড ফুড এবং শিশু খাদ্য হিসেবে বিভিন্ন প্রকার খেজুর, বিস্কুট, ফর্টিফাইড তৈল, ব্রাউন চিনি, মসুর ডাল, সাগু, ফার্টিফাইড চাল, ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট, বাদাম, মানসম্মত রেডিমেড খাদ্যদ্রব্য স্থানীয়ভাবে ক্রয় করে বিতরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।