সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নদীর পানিতে ডুবে মাসুমা (৭) ও নাসিমা আক্তার (৮) নামে দুইটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা সম্পর্কে চাচাতো বোন। তারা ওই গ্রামের মাঝহাঠির মারুফ মিয়া ও মাসুম মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির পাশে নদীতে রাখা একটি নৌকায় খেলছিল শিশু দুটি। অনেকক্ষণ ধরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয়রা। কিছুক্ষণ পর নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এনএসআর