ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
মেহেরপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মেহেরপুর: হেরোইন রাখার অভিযোগে মিজানুর রহমান মজনু নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া  ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মিজানুর রহমান মজনু মেহেরপুরের গাংনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সদরউদ্দিন সাহার ছেলে।

মামলার বিবরণে জানা গেছে ২০১২ সালের ১২ মে গাংনীর র‌্যাব-৬ এর একটি দল গাংনী বাজার এলাকায় অভিযান চালানোর সময় পানের দোকানদার মিজানুর রহমান মজনু র‌্যাবের সদস্যদের দেখে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা তাকে আটক করে। পর তার কাছ থেকে ২৯ গ্রাম হেরোইন উদ্ধার করেন।
এ ঘটনায় গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১(খ) ধারায় একটি মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালিন উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ১৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। এতে মিজানুর রহমান দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি কাজী শহিদ ও আসামী পক্ষে অ্যাডভোকেট মিয়াজান আলী কৌশুলী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।