ঢাকা: ‘কোরআন অবমাননার’ অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুর্গা প্রতিমা ভাঙচুর, সংখ্যালঘু সম্প্রদায়কে ভীতি প্রদর্শন, শারদীয় দুর্গা পূজা চলাকালীন মন্দিরে হামলা, দুর্গাপূজায় বাধা দেওয়াসহ সারাদেশে ধারাবাহিক হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার (২২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা বন্ধ ও বাধা দিয়ে মন্দির ভাঙচুর, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুনে পুড়িয়ে দেওয়া, জোর করে জমি দখল ও দেশ ত্যাগের হুমকির যে ঘটনা ঘটানো হলো তা ৭১ এর পুনরাবৃত্তি এবং তা মধ্যযুগীয় বর্বরতার সামিল। এটা কোনো মানুষের ওপর নয় এটা হিন্দু ধর্মের ওপর সুস্পষ্ট আঘাত।
তারা বলেন, আজকে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আমাদের বাঁচা মরার লড়াই। যতদিন পর্যন্ত অপরাধীর বিচার না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
দাবি জানিয়ে তারা আরও বলেন, এবার দুর্গা পূজা চলাকালীন হামলায় ক্ষতিগ্রস্ত সব মন্দির ও বসতবাড়ি সরকারি খরচে পুনঃস্থাপন করতে হবে। নিহত পরিবারে ৫০ লাখ এবং আহত পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আর অতি অল্প সময়ের মধ্যে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের ভারপ্রাপ্ত সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস, প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে, সহ সভাপতি প্রভাস চন্দ্র মণ্ডল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এইচএমএস/আরএ