সিলেট: প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্র আরিফুল ইসলাম রাহাতকে (১৮) খুনের ঘটনায় তিন জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলায় সামসুদ্দোহা সাদিসহ আরও দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করা হয়েছে।
এর আগে, শুক্রবার (২২ অক্টোবর) রাতে নিহতের বড় চাচা সফিকুল ইসলাম বাদী হয়ে এসএমপির দক্ষিণ সুরমা থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
রাহাত দক্ষিণ সুরমা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ও উপজেলার তেতলী ইউনিয়নের সোলায়মান মিয়ার ছেলে। তার হত্যাকারী সমসুদ্দোহা সাদিও একই কলেজের ছাত্র এবং উপজেলার সিলাম পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। তারা দু’জনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
প্রসঙ্গত, সিনিয়রিটি-জুনিয়রিটি নিয়ে পূর্ব বিবাদের জেরে বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা কলেজ ফটকের উরুতে ছুরিকাঘাত করে রাহাতকে খুন করা হয়। এখন পর্যন্ত খুনীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
তবে ওসি কামরুল হাসান জানিয়েছেন, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এনইউ/জেডএ