রাজশাহী: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন-২০২১ এর ভোটগ্রহণ শুরু হয়েছে রাজশাহীতে।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচনে রাজশাহীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন- সহ-সভাপতি পদে শিবলী নোমান, যুগ্ম-মহাসচিব পদে জাবিদ অপু ও রাশেদ ইবনে ওবায়েদ, কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে আসাদুজ্জামান আসাদ, বদরুল হাসান লিটন ও শরীফ সুমন। তবে রাজশাহীতে যুগ্ম-মহাসচিব পদে সৌরভ হাবিব প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনের আগে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এবারের নির্বাচনে রাজশাহীতে মোট ভোটার সংখ্যা ৬৭ জন। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী গিয়াস ও তৈয়বুর রহমান।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এসএস/এনএইচআর