ময়মনসিংহ: নিজের বন্দুকের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সিপাহী নিহত হয়েছেন। তার নাম সোহরাব হোসাইন চৌধুরী (২৩)।
শুক্রবার (২২ অক্টোবর) রাত ৯টায় ময়মনসিংহের খাগডহর এলাকায় অবস্থিত ৩৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে এ ঘটনা ঘটে।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।
তিনি জানান, ঘটনার খবর পেয়ে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই বিজিবি সদস্যের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, শুক্রবার রাতে নিজের জীবনের নানা বিষয় নিয়ে হতাশা ব্যক্ত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সোহরাব। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এএটি