ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

এমভি সম্রাটে নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এমভি সম্রাটে নারীর মরদেহ ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীতে এমভি সম্রাট-৭ লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত (২৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ অক্টোবর) সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, লঞ্চের স্টাফ কেবিন থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কেবিনটির বাইরে থেকে তালা দেওয়া ছিল। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাৎক্ষনিক ভাবে পুলিশকে বিষয়টি  জানান লঞ্চ স্টাফরা। পুলিশ গিয়ে তালা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করতে সিআইডি, পিবিআই ও জেলা পুলিশ কাজ করছে। তার পরিচয় পাওয়া গেলে ঘটনার রহস্য উদঘাটন করা সহজ হবে। আপাতত মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।