ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় হামলা: আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় হামলা: আটক ৮

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় হামলায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় এই পর্যন্ত আটজনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

শুক্রবার (২২ অক্টোবর) রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন এপিবিএন-৮- এর অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সিহাব কায়সার খান।



এর আগে, শুক্রবার ভোরে একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মুজিবুর রহমান নামে এক রোহিঙ্গাকে আটক করেছিল।  

এসপি আরও জানান, শুক্রবার রাতভর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে, তাদের পরিচয় জানা যায়নি।   এ ঘটনায় এখনো মামলা হয়নি।

এদিকে শুক্রবার মধ্য রাতে নিহত মাদ্রাসাশিক্ষক ও শিক্ষার্থীদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উখিয়ার বালুখালীর ১৮ নম্বর ক্যাম্পের এইচ-৫২ ব্লকে দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ মাদ্রাসায় রোহিঙ্গা দুষ্কৃতিরা হামলা চালায়। এ হামলায় মাদ্রাসায় অবস্থানরত ৬ জন রোহিঙ্গা মারা যায়।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।