ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ৩ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
রাজবাড়ীতে ৩ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর: রাজবাড়ী সদরের চরলক্ষ্মীপুর এলাকা থেকে ২৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৮।

শুক্রবার (২২ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সারুটিয়া গ্রামের রশিদ মল্লিকের ছেলে জসিম মল্লিক (২৪) ও একই গ্রামের আলতাফ মল্লিকের ছেলে মাসুদ মল্লিক (২৫) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জয়রামপুর গ্রামের আকবর আলীর মেয়ে সখিনা আক্তার (২০)।

এ সময় আটককৃতদের কাছে থেকে ২৫ গ্রাম হেরোইন, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি সিমকার্ডসহ ৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ৪ হাজার টাকা জব্দ করা হয়।  

ফরিদপুর র‌্যাব-৮ অধিনায়ক মেজর আব্দুর রহমান বলেন, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

তিনি আরও বলেন, তাদের কাছে থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে রাজাবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।