ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জালে উঠলো কৃষকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
জালে উঠলো কৃষকের মরদেহ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তিস্তা নদীতে ডুবে নিখোঁজ হওয়ার তিনদিন পর কৃষক বদিউজ্জামানের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।  

শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

থেতরাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল হালিম বাংলানিউজকে জানান, গত বুধবার (২০ অক্টোবর) দুপুরে তিস্তার চরজুয়ান সতরা এলাকা থেকে গরুর জন্য ঘাস নিয়ে বাড়ি ফেরছিলেন বদিউজ্জামান। পথে নদীতে তীব্র স্রোতের কবলে পড়ে তিনি ডুবে যান। শনিবার সকালে মাছ ধরার সময় স্থানীয় জেলেদের জালে তার মরদেহ মেলে।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।