খাগড়াছড়ি: ইয়াবা কেনা নিয়ে বিরোধের জেরে খাগড়াছড়িতে থুইছা মার্মা (২০) নামে এক যুবক খুন হয়েছেন।
শুক্রবার রাতে (২২ অক্টোবর) জেলার ভাইবোনছড়া এলাকার ছোট পানছড়ি এলাকায় ঘাতকের এলোপাথাড়ি লাঠির আঘাতে মারা যান ওই যুবক।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্থান্তর করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় থুইছা মার্মা ওই এলাকার এক বড় ভাইয়ের কাছে গিয়ে মদ্যপান করে ইয়াবা কেনা নিয়ে বিরোধের জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে থাকা আপ্রেইমং মারমা নামে এক ব্যক্তি থুইছার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এডি/এমজেএফ