ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে ৩টি আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
গোমস্তাপুরে ৩টি আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক আটক মিঠন মিয়া

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা তিনটি আগ্নেয়াস্ত্রসহ মো. মিঠন মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।  

শনিবার (২৩ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

মিঠন ওই উপজেলার জগৎ গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে।

শুক্রবার (২২ অক্টোবর) রাতে ওই উপজেলার বংপুর এলাকা থেকে মিঠনকে আটক করা হয়।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গোমস্তাপুর থানাধীন বংপুর এলাকা থেকে মিঠন মিয়াকে আটক করে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। সে সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগ থেকে লোহার তৈরি তিনটি দেশীয় ওয়ান শুটারগান জব্দ করা হয়। এ ঘটনায় মিঠনের নামে গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।