ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সেপটিক ট্যাংকের ওপর বসবাসকারী সেই দম্পতি পেল ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
সেপটিক ট্যাংকের ওপর বসবাসকারী সেই দম্পতি পেল ঘর

বরিশাল: বরিশালের বাবুগঞ্জে পাঁচ সন্তানসহ গণশৌচাগারের সেপটিক ট্যাংকের ওপর বসবাস সুমন ও সাথী দম্পতির। মাথা গোঁজার কোনো ঠাঁই না পেয়ে সেপটিক ট্যাংকের ওপর সংসার গড়েন তারা।

বিষয়টি দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমীনুল ইসলামের।

তাৎক্ষণিক তিনি খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছিলেন সুমন ও সাথী দম্পতির বাবুগঞ্জ বাজারস্থ শৌচাগারের সেপটিক ট্যাংকের ওপর থাকা সেই ঘরে। তখনই ওই দম্পতিকে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেওয়ার আশ্বাস দেন ইউএনও আমীনুল।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে প্রতিশ্রুতি দেওয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর করেন ইউএনও আমীনুল।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল আহমেদ আজাদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রসঙ্গত, প্রায় ২০ বছর আগে মাদারীপুর জেলার কালকিনি থেকে জীবিকার তাগিদে বরিশালের বাবুগঞ্জে এসেছিলেন সুমন ও সাথী দম্পতি । ২০০৩ সালের দিকে জীবিকার
তাগিদে স্বামীর সঙ্গে বাবুগঞ্জ বন্দরে বসবাস শুরু করেন সাথী।

মাথা গোঁজার নিজস্ব কোনো ঘর না থাকায় বন্দরের গণশৌচাগারের সেফটি ট্যাংকের ওপরে বসতি গড়েন তারা। আর সেখানেই কাটিয়েছেন ১৮ বছর। পঙ্গু স্বামী আর পাঁচ
সন্তান নিয়ে কোনো রকম মানবেতর জীবনযাপন করছিলেন সাথী।

এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা ইউএনও আমীনুল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সাথীর সঙ্গে কথা বলেন এবং তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। আর তাৎক্ষণিকভাবে অসহায় এ দম্পতিকে শীতবস্ত্র ও ২০ কেজি চাল দেন ইউএনও।

এ ব্যাপারে ইউএনও মো. আমীনুল ইসলাম বাংলানিউজকে বলেন, সুমন ও সাথী দম্পতির সঙ্গে কথা বলে জানতে পেরেছি তাদের জাতীয় পরিচয়পত্র নেই। কিন্তু ঘর পেতে হলে পরিচয়পত্রের প্রয়োজন। তাই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিবারটির জন্য জমিসহ ঘর পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় তাদের জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র করিয়ে দেওয়া হয়েছে। আজ ওই দম্পতিকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন>>

>>> ৫ সন্তান নিয়ে শৌচাগারের সেপটিক ট্যাংকের উপর বসবাস

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।