ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

যমুনায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
যমুনায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর শাখায় গোসল করতে নেমে নাঈম (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নাঈম একই উপজেলার চন্দনগাঁতী গ্রামের নূরনবীর ছেলে। সে সোহাগপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বিকেলে সমবয়সী কয়েকজনের সঙ্গে নদীতে গোসলে করতে নামে নাঈম। এ সময় সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায় সে। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। অনেক খুঁজেও কোনো সন্ধান না পেলে পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।