ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ফেনসিডিল-গাঁজাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
ফরিদপুরে ফেনসিডিল-গাঁজাসহ বিক্রেতা আটক ফেনসিডিল-গাঁজাসহ আটক শামীম হোসেন

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার কোমরপুর এলাকায় একটি অ্যাম্বুলেন্স থেকে ৩৮৬ বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজাসহ শামীম হোসেন (৩৪) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প।

 

আটক শামীম কুষ্টিয়ার চৌড়হাস কুঠিপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কুষ্টিয়া সীমান্তবর্তী এলাকা থেকে অ্যাম্বুলেন্সে করে ফেনসিডিল ও গাঁজার একটি চালান ফরিদপুরে আসছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুর সদরের কোমরপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহ করা একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি করে ৩৮৬ বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় মাদকদ্রব্যগুলোসহ অ্যাম্বুলেন্স করা হয়। গাড়িটি থেকে মাদকবিক্রেতা শামীমকে আটক করা হয়। তার নামে ফরিদপুরের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।