ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাইবার ইনসিডেন্ট হ্যান্ডেলিংয়ে সেরা বাংলাদেশ ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
সাইবার ইনসিডেন্ট হ্যান্ডেলিংয়ে সেরা বাংলাদেশ ব্যাংক

ঢাকা: বাংলাদেশের ৫০তম বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে শনিবার (২৩ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠানের সাইবার ইনসিডেন্ট হ্যান্ডেলিং দক্ষতা বাড়ানোর জন্য সাইবার ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিতকল্পে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী গঠিত বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম এ ড্রিলের আয়োজন করে।

অনলাইনে আয়োজিত দিনব্যাপী ড্রিলে ৩৮টি আর্থিক প্রতিষ্ঠান দলগতভাবে অংশগ্রহণ করে বলে জানান ডিজটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (অপারেশন) ও বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ।

তিনি জানান, ৫৫ নম্বর পেয়ে বাংলাদেশ ব্যাংক প্রথম স্থান লাভ করে। ৫২ নম্বর পেয়ে বিকাশ লিমিটেড দ্বিতীয় এবং ৪২ নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় হয়েছে জনতা ব্যাংক লিমিটেড ও আইডিএলসি ফাইনান্স লিমিটেড।

এ সাইবার ড্রিলের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিল ডিজিটাল নিরাপত্তা এজেন্সি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।