ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জমি বিক্রির জেরে চাচাতো ভাইদের হাতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
জমি বিক্রির জেরে চাচাতো ভাইদের হাতে যুবক নিহত

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমি বিক্রির জেরে চাচাতো ভাইদের হাতে মো. আবু জাফর শরীফ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৩ অক্টোবর) বিকে‌লে উপজেলার গুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাফরের ভাই তোফাজ্জেল শরীফ বলেন, চাচাতো ভাই জামাল শরীফ ও আবুল শরীফের কাছে আমার ভাই জাফর কিছু জমি বিক্রি করেন। সেই জমি দলিলের সময় তারা ভেন্ডরের মাধ্যমে বাড়ির দাগের জমি দলিলে অন্তর্ভুক্ত ক‌রে নেন। সবকিছু জানার পর জাফর শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে দুই পরিবারের সদস্যেদের সঙ্গে আলোচনা করতে বসেন। একপর্যায়ে কথা কাটাকাটি হলে চাচাতো ভায়েরা জাফরকে তাদের ঘরের একটি কক্ষে নিয়ে মারধর করেন। পরে তাকে বৈঠক চলমান কক্ষে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান। পরে তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার প‌রিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল বাংলানিউজকে জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।