ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
সোনাগাজীতে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু ...

ফেনী: ফেনীর সোনাগাজীতে পুকুরের পানিতে ডুবে হাজেরা ফারজানা হ্যাপী (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ ) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির পুকুরে তার মৃত্যু হয়।

হ্যাপী সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের মল্লিক বাড়ির আনোয়ার হোসেন সোহেলের মেয়ে এবং সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

জানা যায়, দুপুরে বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে পড়ে থাকা গাছের ডালে আটকা পড়ে ডুবে যায় হ্যাপী। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।