সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর শাখায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র নাঈমের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদী থেকে ছাত্রের মরদেহ উদ্ধার করে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মুমিনুর রহমান জানান, ছাত্রটি নিখোঁজ হওয়ার পর রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল বেলকুচি ফায়ার সার্ভিসের সহযোগিতায় যমুনা নদীতে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর রোববার দুপুরের দিকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এর আগে শনিবার (২৩ অক্টোবর) বিকেলে সমবয়সী কয়েকজনের সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় নাঈম।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এসআই