ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
সালথায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৬ খারদিয়া গ্রামের কামরুল মোল্যার বাড়ির চিত্র

ফরিদপুর: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথা উপজেলায় সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার খারদিয়া গ্রামে সংঘর্ষের পর থেকে রোববার (২৪ অক্টোবর) বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আরও পড়ুন>> সালথায় সংঘর্ষে নিহত ১, ভাঙচুর-লুটপাট  

এ সংঘর্ষের ঘটনায় মারিছ শিকদার নামে এক যুবক নিহত হন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

এদিকে, সালথা থানায় পুলিশ বাদী একটি মামলা দায়ের করা হয়েছে। এর পরই ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।  

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বাংলানিউজকে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।  

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শনিবার বিকেলে খারদিয়া গ্রামে স্থানীয় টুকু ঠাকুর ও রফিক মোল্যা গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় মারিছ শিকদার নামে এক ব্যক্তি নিহত হন। সংঘর্ষে সময় বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।