ময়মনসিংহ: ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের থেকে বিপুল পরিমাণ মদ-গাজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।
রবিবার (২৪ অক্টোবর) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। এর আগে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর মধ্যে গ্রেফতারি পরোয়ানায়াভুক্ত রয়েছেন দুইজন। তারা হলেন- দূর্গাপুর উপজেলার মো. বাইতুল ইসলাম (২৫) ও ময়মনসিংহ সদর উপজেলার মো. তুহিন মিয়া (২৩)।
এছাড়াও পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার হয়েছে আরও ৯ জন।
তারা হলেন- মো: পারভেজ মোশারফ(২৮), আসিফ মিয়া(২০), রিয়াজ উদ্দিন(২২), রুহান হোসেন(২১), আতাউর রহমান (৫৬), কাওছার আহমেদ (২৭), হুয়ামূন কবির (৩৩), আতিকুল ইসলাম মিঠুন (২৮), মিন্টু মিয়া (৫১)।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে বলেন, গ্রেফতারদের থেকে ১৪ বোতল বিদেশি মদ, ২৭ পুরিয়া হেরোইন, ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এনএইচআর