ঢাকা: রাজধানীর আজিমপুর পলাশী সরকারি কোয়ার্টারে সুপারি গাছ থেকে নিচে পড়ে ওহিদুল আকন (৩০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওহিদুল আকন পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মোহাম্মদ আকনের ছেলে। দুই ছেলে ও স্ত্রী মাকসুদা আক্তারকে নিয়ে তিনি কামরাঙ্গীরচর নিজামবাগ এলাকায় থাকতেন।
রিকশার গ্যারেজের মালিক মো. বাবুল শেখ বাংলানিউজকে জানান, বিকেলে আজিমপুর পলাশী সরকারি কোয়ার্টারের ভেতরে সুপারি গাছে সুপারি পাড়তে ওঠেন ওহিদুল আকন। সেখান থেকে নিচে পড়ে মাথায় আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির প্রধান (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এজেডএস/এনটি