ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সোহরাওয়ার্দী হাসপাতালে দুই হাজতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
সোহরাওয়ার্দী হাসপাতালে দুই হাজতির মৃত্যু

ঢাকা: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ দুই বন্দি মারা গেছেন। তারা হলেন কাজল কাজী (৩২) ও মো. সেলিম (৪০)।

রোববার (২৪ অক্টোবর) তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার।

তিনি জানান, বন্দি সেলিমকে হার্টের সমস্যায় রোববার সকালে কারাগার থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। বন্দি কাজল কাজীকে কিডনি জনিত সমস্যায় গত ১৪ অক্টোবর ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনিও দুপুরের দিকে মারা যান।

পুলিশের পাশাপাশি কারারক্ষীদের পাহারায় তারা চিকিৎসাধীন ছিলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান জেল সুপার সুভাষ কুমার।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।