ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভারতের ৩ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পেল বি.বাড়িয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
ভারতের ৩ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পেল বি.বাড়িয়া ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল এবং আখাউড়া ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মোট তিনটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত।

শুক্রবার (২৯ অক্টোবর) ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দুটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।

একই দিনে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আরেক অনুষ্ঠানে হাই কমিশনার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।

দুই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

নতুন ও অত্যাধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দ্বারা সজ্জিত অ্যাম্বুলেন্সগুলি চিকিৎসার জন্য হাসপাতালগামী রোগীদের মানসম্মত জরুরি সেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট প্রদানে সাহায্য করবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহ কর্মসূচির অংশ হিসেবে অ্যাম্বুলেন্সগুলি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় : ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।