বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মিং বুদই রাখাইন (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকাল ৮টার দিকে ওই উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের নামিশপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিং বুদই রাখাইন একই এলাকার নোচামং রাখাইনের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলের দিকে গ্রামের ছোট খালে মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফিরেননি মিং বুদই রাখাইন। রাতে খোঁজাখুঁজির করেও কোথাও তার সন্ধ্যান মেলেনি। শুক্রবার সকালে খালটি থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ওসি কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাইনি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এসআরএস