নারায়ণগঞ্জ: প্রেমের সম্পর্ক থাকাকালীন ধারণ করা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে এক নারীর কাছে ১০ লাখ টাকা দাবি করেছেন এক ব্যক্তি।
শুক্রবার (২৯ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ পুলিশ গণমাধ্যম কর্মীদের জানায়, এ বিষয়ে তারা তদন্ত করে ব্যবস্থা নেবে।
জানা যায়, ওই ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী নারী প্রশাসনের বিভিন্ন দফতরে ডাকযোগে অভিযোগপত্র পাঠিয়েছেন। বৃহস্পাতিবার (২৮ অক্টোবর) সেই অভিযোগপত্রের একটি কপি সিদ্ধিরগঞ্জ থানায় পৌঁছায়।
সিআইডির প্রধান কার্যালয়সহ প্রশাসনের বিভিন্ন দফতরে পাঠানো চিঠির সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আলী আজগরের সঙ্গে একই এলাকার রহিমার (ছদ্মনাম) প্রেমের সম্পর্ক ছিল। সেসময় তারা বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও ধারণ করেন। একই সময় ওই নারী আলী আজগরের কাছ থেকে সুদে ১১ লাখ টাকা নিয়ে সুদসহ ২৫ লাখ টাকা পরিশোধ করেন। যা সিদ্ধিরগঞ্জ থানায় ইতোপূর্বে আপোষ মীমাংসা হয়েছিল। গত একবছর ধরে ওই নারীর সঙ্গে আলী আজগরের কোনো সম্পর্ক নেই।
কিন্তু আলী আজগর ওই এলাকার চাঁন মিয়ার ছেলে জনৈক আলেক মিয়া, রুমা আক্তারসহ বিভিন্ন লোকজনকে দেখিয়ে ভুক্তভোগী নারীর বিরুদ্ধে নোংরা কথা রটাচ্ছেন বলে উল্লেখ করা হয় অভিযোগে। পরবর্তীতে ওই নারী আলী আজগরের কাছ থেকে তার ছবি ও ভিডিও ফেরত চাইলে আলী আজগর দেই দিচ্ছি বলে ঘুরাচ্ছেন। একই সঙ্গে আলী আজগর ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও এবং ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। উপায় না পেয়ে ওই নারী প্রশাসনের স্মরণাপন্ন হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগের অনুলিপি নারায়ণগঞ্জ পুলিশ সুপার এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবরেও পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, ভুক্তভোগী ওই নারীর অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এমআরএ