ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আলো স্বল্পতার কারণে পাটুরিয়ায় উদ্ধার কাজ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
আলো স্বল্পতার কারণে পাটুরিয়ায় উদ্ধার কাজ বন্ধ

মানিকগঞ্জ: আলো স্বল্পতার কারণে তৃতীয় দিনের মতো আমানত শাহ নামে রো রো ফেরির উদ্ধার কাজ সমাপ্ত করেছে।

শুক্রবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে পাটুরিয়ায় ফেরিডুবির উদ্ধার কাজ সমাপ্তের তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটির উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এসএম সানোয়ার।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এসএম সানোয়ার বাংলানিউজকে বলেন, বুধবার প্রথম দিনের উদ্ধার অভিযানে একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে পাঁচটি যানবাহন উদ্ধার করা হয়। শুক্রবার তৃতীয় দিনের উদ্ধার অভিযানে আরো তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১২টি যানবাহন উদ্ধার করা হয়েছে। বাকি আরো দুটি যানবাহন উদ্ধারে শনিবার (৩০ অক্টোবর) অভিযান শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।