ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরায় ছুরিকাঘাতে যুবক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
রামপুরায় ছুরিকাঘাতে যুবক আহত

ঢাকা: রাজধানীর রামপুরা বউবাজার এলাকায় দুর্বৃত্তের ধারাল অস্ত্রের কোপে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২৯অক্টোবর) সন্ধ্যায় বউবাজার বরফগলিতে ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে  আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

আহত আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা মো. নয়ন খান বলেন, আলমগীরের বাসা রামপুরা বউবাজার আদর্শ গলিতে। তিনি রাজ মিস্ত্রীর কাজ করেন।

নয়ন আরও জানায়, সন্ধ্যায় বউবাজার বরফগলিতে এক যুবক আলমগীরের দুই পায়ের হাঁটুর পিছনে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আলমগীরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বেটারলাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেকে আনা হয়।

আলমগীরের এক বন্ধু বলেন, রামপুরা থানা পুলিশের সোর্সের কাজ করতো সে। বেশ কিছুদিন আগে স্থানীয় মাদক ব্যবসায়ী ইমন (২৮) নামের একজনকে পুলিশে ধরিয়ে দেয়। ইমন গত পরশুদিন জেল থেকে ছাড়া পায়। সেই জের ধরে আজকে ইমন আলমগীরকে একা পেয়ে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত আলমগীরের দুই পায়ের হাঁটুর পিছনে ধারাল অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। জরুরি বিভাগে আলমগীরের চিকিৎসা চলছে। তার অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।