ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ক্যাবল টিভিকে প্রশ্রয় দেওয়ায় সরকার রাজস্ব হারাচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
ক্যাবল টিভিকে প্রশ্রয় দেওয়ায় সরকার রাজস্ব হারাচ্ছে ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: দেশজুড়ে জেলা পর্যায়ের ক্যাবল টিভিগুলোকে প্রশ্রয় দিচ্ছে স্থানীয় প্রশাসন। প্রচারণার সুবিধা নিয়ে কর্মকর্তারা এগুলোতে বিজ্ঞাপন প্রচার করছেন।

এতে সরকার রাজস্ব হারাচ্ছে।

শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জে হাওর সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।

তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির প্রসার ঘটায় দেশে সাংবাদিকতার কৌশল বদলে গেছে। এই সুযোগে অনিয়ন্ত্রিত হাজার হাজার আইপিটিভি সারাদেশে অরাজকতা সৃষ্টি করেছে। এতে মূলধারার সাংবাদিকরা দায়িত্ব পালনে প্রতিবন্ধকতায় পড়ে যাচ্ছেন। অপসাংবাদিকতা রোধের স্বার্থে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ জরুরি।

জাফর ওয়াজেদ বলেন, হাওর সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ পিআইবি’র আরেকটি নতুন উদ্যোগ। এর মাধ্যমে হবিগঞ্জে হাওর সাংবাদিকতায় নতুন দিগন্তের উন্মোচন হল। হাওরের সমস্যাগুলোর সঙ্গে শহরের ভৌগলিক অবস্থার মিল নেই। তাই উন্নয়নের জন্য যেন হাওরের ভারসাম্য নষ্ট হয়ে না যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের নজর দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, দেশে তথ্য পাওয়ার অধিকার সবার আছে। এ জন্য বর্তমান সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন করে দিয়েছে। আইন সাদা না কালো তা নির্ভর করে এর প্রয়োগের উপর। কর্মক্ষেত্রে সাংবাদিকরা তথ্য অধিকার আইন ব্যবহার করতে পারেন।

অনুষ্ঠানে তিন দিনব্যাপী হাওর সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন পিআইবি’র মহাপরিচালক।

হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদের পরিচালনায় প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।