ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে ৩ জনকে কুপিয়ে-শ্বাসরোধ করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
ঘাটাইলে ৩ জনকে কুপিয়ে-শ্বাসরোধ করে হত্যা

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের একটি বাড়ি থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও এক শিশুকে (৫) আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মরদেহগুলো উদ্ধার করা হয়।  

নিহতরা হলেন- সুমি বেগম (২৫), তার শাশুড়ি জমেলা বেগম (৬০) এবং কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের শাহজালাল (৩০)।

দিঘর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আবুল কালাম আজাদ মামুন ব‌লেন, হা‌মিদপু‌রের খামারপাড়ায় শাশুড়ি, ছে‌লের বউ ও এক যুব‌কের মহ‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এসময় সুমির সন্তানকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তার অবস্থাও আশঙ্ক‌জনক।  

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বাংলানিউজকে জানান, একই প‌রিবা‌রের দুইজনসহ তিনজনের মৃত‌্যুর খবর শু‌নে‌ছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহত সুমি বেগমের স্বামী সৌদি প্রবাসী।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।