পিরোজপুর: পিরোজপুরে ধর্ষণ মামলার আসামি মো. ফিরোজ শেখকে (২৮) আটক করেছে বরিশাল র্যাব-৮ এর একটি অভিযানিক দল।
শনিবার (৩০ অক্টোবর) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৮ এ তথ্য জানায়।
এর আগে, শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পরে বরিশাল সদরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে র্যাব তাকে আটক করে।
গ্রেফতার ফিরোজ শেখ জেলার সদর উপজেলার বানেশ্বরপুর গ্রামের মৃত জাফর শেখের ছেলে।
র্যাব-৮ জানায়, সদর উপজেলার বানেশ্বরপুর গ্রামের এক কিশোরীকে (১৩) প্রতিবেশী মো. ফিরোজ শেখ বিভিন্ন সময়ে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিত। এর জের ধরে গত ২৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে আসামি ভিকটিমের বাড়িতে তার বাবা-মা না থাকায় ঘরের মধ্যে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীকালে ভিকটিমের বাবা বাদী হয়ে ধর্ষক ফিরোজ শেখের বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন। ঘটনার পর থেকে আসামি ফিরোজ শেখ পলাতক ছিলেন।
ফিরোজকে দুপুরে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এনটি