সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইলে গেম খেলতে না দেওয়ায় মা ও বোনের সঙ্গে ঝগড়া করে মোস্তাকিন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার সড়াতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মোস্তাকিন ওই গ্রামের আশরাফ মণ্ডলের ছেলে এবং সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার বাংলানিউজকে বলেন, আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা। কিন্তু মোস্তাকিন দিনের বেশিরভাগ সময় মোবাইলে গেম খেলা নিয়ে ব্যস্ত থাকতো। আজ দুপুরের দিকে লেখাপড়া করার জন্য চাপ দিলে মা ও বোনের সঙ্গে ঝগড়া করে মোস্তাকিন। একপর্যায়ে সবার অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আখতার আশরাফী বলেন, খবর পেয়ে বিকেলের দিকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এনএসআর