নারায়ণগঞ্জ: প্রাণে মেরে ফেলার হুমকি ও নিজের বাড়িতে প্রবেশ করতে না দেওয়ায় সিদ্ধিরগঞ্জে স্ত্রীর নামে জিডি করেছেন এক ব্যক্তি।
শনিবার (৩০ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় এ জিডি করেন মিজমিজি আব্দুল আলী পুল এলাকার দেলোয়ার হোসেন নামের ওই ব্যক্তি।
জিডিতে তিনি উল্লেখ করেন, ১৩ বছর আগে শামিমা আক্তার আফরিনকে (৩২) পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের এক ছেলে আছে। গত ৫ বছর যাবত স্ত্রী নিজের ইচ্ছেমত চলাফেরা করছে।
এছাড়া স্ত্রীর সঙ্গে একাধিক পুরুষের অবৈধ সম্পর্ক রয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়। তাকে বাধা দিলে খারাপ আচরণ করার পাশাপাশি শারীরিক নির্যাতন করে। সম্প্রতি তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন স্ত্রী। এমনকি তাকে তার বাড়িতেও প্রবেশ করতে দিচ্ছেন না। এতে ভীত সন্ত্রস্ত হয়ে স্ত্রী শামীমা আক্তার আফরিনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন দেলোয়ার হোসেন।
জিডির তদন্ত কর্মকর্তা (আইও) সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রেজা জানান, দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নির্যাতন ও হুমকির অভিযোগ এনে স্ত্রীর বিরুদ্ধে জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এমএমজেড