ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকা থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩০ অক্টোবর) বিকেলে ই-মেইল বার্তায় বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান স্বাক্ষরিত ই-মেইল বার্তায় জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে শাহপরীর দ্বীপ বিজিবির একটি দল জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অভিযান চালায়। ভোরের দিকে টহলদল একটি নৌকাকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখে। এ সময় বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পর তল্লাশি করে ব্যাগের ভেতরে এক লাখ ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।