নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেছেন, আমার চাকরির ২২ মাসে কোনো জনপ্রতিনিধি বা সংসদ সদস্য (এমপি) আমাকে কোনো তদবির করতে আসেননি। সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, নারায়ণগঞ্জে ২২ মাস চাকরি কল্পনা করা যায় না। কারণ এ জেলার বয়স ২৬ বছর। এখানে পুলিশ সুপার এসেছেন ২৭ জন। গত ১২ বছরে এখানে পুলিশ সুপার এসেছেন ১২ জন। তারা কেউ এক বছর পূর্ণ করতে পারেননি। এখানে মাত্র সাতজন পুলিশ সুপার দুই বছর পূর্ণ করতে পেরেছেন। সেই জেলায় ২২ মাস কাজ করা বিশাল ব্যাপার।
এসপি জায়েদুল আলম বলেন, আজকে নারায়ণগঞ্জ সম্প্রীতির নারায়ণগঞ্জ হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমি ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব নিয়েছি। আমি তার আগে সাড়ে তিন বছর নারায়ণগঞ্জের পাশের জেলা মুন্সীগঞ্জের পুলিশ সুপার হিসেবে ছিলাম। মিডিয়ার কারণে নারায়ণগঞ্জ সম্পর্কে এত নৈতিবাচক সংবাদ আমরা দেখেছি, এতে মনে হতো এটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন ছিল। কিন্তু আমি সবসময় বিশ্বাস করতাম নারায়ণগঞ্জের ঐতিহ্য অত্যাধিক সমৃদ্ধ ছিল। এটি দেশের একমাত্র জেলা একই সঙ্গে শিল্পনগরী ও পর্যটনকেন্দ্র। এটি ছিল প্রাচীন বাংলার রাজধানী। আমি দেখেছি এখানে মানুষ এবং মানুষের মধ্যে সেই ঐতিহ্য তাদের ভেতরে রয়েছে। কিছু কর্মকাণ্ডের কারণে আমরা আগে এ জেলায় নেগেটিভ চিত্র দেখেছি। যেখানে যেকোন ধর্মীয় ইস্যুতে নারায়ণগঞ্জ সবার আগে জেগে ওঠে। অথচ আপনারা দেখেছেন গত দুর্গাপূজার সময় যে ঘটনা ঘটল তখন নারায়ণগঞ্জে একটিও বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আমরা যারা এখানে আছি নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জের প্রশাসনসহ সবাই মিলে তা করতে পেরেছি এবং সারাদেশকে দেখাতে পেরেছি যে নারায়ণগঞ্জ একটি অস্থিতিশীল জনপদ নয়। নারায়ণগঞ্জ একটি সম্প্রীতির দৃষ্টান্ত। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে নারায়ণগঞ্জকে উন্নয়নে এবং উন্নত জেলা হিসেবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসপি জায়েদুল আলম বলেন, আমি মনে করি নারায়ণগঞ্জ সব ক্ষেত্রে এগিয়ে যাবে। দেশের খেলাধুলার সংগঠনে একাধিক ক্রীড়া সচিবসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তা নারায়ণগঞ্জের। বিসিবিতেও নারায়ণগঞ্জের লোক রয়েছে। কিন্তু আমরা তা সুন্দরভাবে প্রকাশ করতে পারছি না।
তিনি বলেন, এদেশের জন্ম মাত্র পঞ্চাশ বছর। পঞ্চাশ বছরের মধ্যে ৩০ বছরই ছিল দেশ বিরোধীদের হাতে। সুতরাং সেদেশ আমরা এত তাড়াতাড়ি একটি সুন্দর উন্নত বাংলাদেশ পাবো, সোনার বাংলাদেশ পাবো তা কল্পনা করা যায় না। তারপরেও বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আজ এ পর্যায়ে এসেছি। কারণ বর্তমান সরকার ক্ষমতায় রয়েছে ১০ বছর। আর বঙ্গবন্ধু পেয়েছিলেন মাত্র তিন বছর। এত অল্প সময়ে এত উন্নয়ন বিরল। সারাদেশের উন্নয়নসহ নারায়ণগঞ্জ কীভাবে এগিয়ে যাবে সেজন্য যা যা করণীয় সংসদ সদস্য কথা দিয়েছেন তাই করবেন। সেই সঙ্গে আমরা আছি, জেলা প্রশাসক আছেন। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের জন্য কাজ করে যাবো। নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলার জন্য কাজ করে যাবো এবং একটি পজিটিভ নারায়ণগঞ্জের জন্য আমরা কাজ করে যাবো।
এসপি জায়েদুল আলম আরও বলেন, আগামী ১১ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন। আমরা বলতে চাই নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। যারা নির্বাচন করবেন আপনারা যদি সুষ্ঠু নির্বাচন চান তাহলে গণতন্ত্রের রীতি নীতি মেনে কাজ করবেন।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
আরআইএস/আরআইএস