ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় তিন নারীকে মারধরের ঘটনায় দাদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মিনার শেখসহ (৩২) ১২ জনের নামে বোয়ালমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা (এস,আই) সুব্রত কুমার রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার (১ নভেম্বর) রাতে মামলাটি হয়েছে।
প্রসঙ্গত, ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বশক্রতার জের ধরে মিনার শেখ গংরা প্রতিবেশী জালাল শেখের বাড়িতে হামলা চালিয়ে মারধর করে তিন নারীকে আহত করে। আহতরা হলেন, বন্যা বেগম (২৮), জাহেদা বেগম (২৬), ছবুরা বেগম (৬০)।
আহতদের মধ্যে বন্যা বেগমকে ফরিদপুর ও বাকি দুইজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় জালাল শেখ বাদী হয়ে যুবদল নেতাসহ ১২ জনের নামে মামলা করেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) মোহাম্মদ নুরুল আলম বাংলানিউজকে বলেন, নারীদের মারধরের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়:১৪২৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এনএইচআর