পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গত দু'দিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
মঙ্গলবার (২ নভেম্বর) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বাংলানিউজকে বলেন, গত রোববার (৩১ অক্টোবর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি রেকর্ড করা হলেও সোমবার (১ নভেম্বর) ২ পয়েন্ট কমে দেশের মধ্যে সর্বনিম্ন ১৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি।
তবে ২ নভেম্বর ১ ডিগ্রি বেড়ে ১৬ দশমিক ৫ ডিগ্রি ঘরে তাপমাত্রা পৌঁছায়।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এনএইচআর