ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গত দু'দিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বাংলানিউজকে বলেন, গত রোববার (৩১ অক্টোবর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি রেকর্ড করা হলেও সোমবার (১ নভেম্বর) ২ পয়েন্ট কমে দেশের মধ্যে সর্বনিম্ন ১৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি।

তবে ২ নভেম্বর ১ ডিগ্রি বেড়ে ১৬ দশমিক ৫ ডিগ্রি ঘরে তাপমাত্রা পৌঁছায়।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এনএইচআর

পঞ্চগড়, তাপমাত্রা, তেঁতুলিয়া
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।