ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চেয়ারম্যান প্রার্থীকে এসআইয়ের হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
চেয়ারম্যান প্রার্থীকে এসআইয়ের হুমকি সভায় অভিযোগ জানাচ্ছনে চেয়ারম্যান প্রার্থী সরশ

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে এক চেয়ারম্যান প্রার্থীকে সরে যাওয়ার জন্য চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে পুলিশের উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে।

রোববার (১ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত হয়ে এ অভিযোগ জানিয়েছেন ওই চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেন সরশ।

সভায় উপস্থিত ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার এসএম মুরাদ আলিসহ অন্যান্য কর্মকর্তারা।

অভিযোগে ইসমাইল হোসেন জানান, আজমিরীগঞ্জ থানার এসআই ইকবাল বৃহস্পতিবার তাকে থানায় ডেকে নেন। এ সময় নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে এসআই তাকে চাপ দিয়েছেন। এছাড়া নির্বাচন থেকে সরে না গেলে মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দেন এসআই ইকবাল।

 তিনি জানান, প্রায়ই একটি পুলিশের গাড়ি তার বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা হয়।

এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ইসমাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে এসআই ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, চেয়ারম্যান প্রার্থী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী মুঠোফোনে বাংলানিউজকে জানান, বিষয়টি তিনি জানেন না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।