ঢাকা: রাজধানীর কদমতলীতে মই থেকে পড়ে রিপন ভুঁইয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে ওই যুবকের মৃত্যু হয়।
নিহত রিপনের ভাই আজিজুল ভুঁইয়া বলেন, রিপন একটি ওয়ার্কশপে কাজ করতো। আজ সকাল ৭টার দিকে বাসা থেকে বের হয় সে। সকাল ১০টার দিকে জানতে পারি মই থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে রিপনের। প্রাথমিকভাবে এলাকার একটি ফার্মেসিতে তাকে চিকিৎসা দেওয়া হয়। মাথায় চারটি সেলাইও দেওয়া হয়। পরে বাসায় নিয়ে যাই। কিছুক্ষণ পর রিপন বমি করতে থাকে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজিজুল আরও বলেন, আহত অবস্থায় রিপন বলেছিল, মই থেকে মাথা ঘুরে সে নিচে পড়ে যায়। তবে কোথায় কাজ করতে গিয়ে পড়ে গিয়েছিল তা জানতে পারিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রিপনের মাথার পেছনে কাটা দাগ আছে। স্বজনরা বলেছেন, তিনি মই থেকে পড়ে গেছেন। কিন্তু ঘটনাস্থল জানাতে পারেননি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানায় জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এজেডএস/এমজেএফ