ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ২৯৫ বোতল ফেনসিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (০২ নভেম্বর) সকালে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- ফায়েক সিকদার (৩৯) ও মেহেদী হাসান বাবু (৩৫)।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, মাদক ব্যবসায়ীরা একটি প্রাইভেটকার যোগে নোয়াখালী থেকে ঢাকায় মাদকের চালান নিয়ে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে একটি পাটের বস্তা, একটি ট্রলি ব্যাগ ও একটি স্কুল ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজা ও ২৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে গাঁজা ও ফেনসিডিল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
পিএম/আরআইএস